করোনায় বন্ধ সবকিছু। স্তব্ধ আমোদপ্রমোদ। বন্ধ বড় বড় ফিল্ম ফেস্টিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠানও। অতিমারীর ধাক্কা সইতে হচ্ছে সবাইকেই। গতবছর কান ফিল্ম ফেস্টিভাল বাতিল হয়েছে। তখন বলা হয়েছিল ২০২১ সালের মে থেকে জুলাইয়ের মধ্যে হতে পারে এই আন্তর্জাতিক ফেস্টিভাল। সূচিও জানানো হয়েছিল। মঙ্গলবার এক বৈঠকে ফেস্টিভাল নিয়ে আলোচনা হয়েছে।
ফ্রান্সে ১১ থেকে ২২ মে মাসে ফ্রান্সে কান ফেস্টিভাল করা সম্ভব নয়। ব্রিটেনের নয়া করোনাভাইরাসের প্রকোপের পর ফ্রান্সে সেইসময় চলচ্চিত্র উৎসব করা অসম্ভব। এখন ঠিক হয়েছে, ফেস্টিভাল হবে ৬ থেকে ১৭ জুলাই। যদি একান্তই জুলাইয়ে সম্ভব না হয়, সে ক্ষেত্রে তা হতে পারে আগস্টের শেষে। এবারের ফেস্টিভাল ছবি বাছাই বেসরকারিভাবে হয়েও গিয়েছে। অক্টোবরে শর্ট ফিল্ম নিয়ে ছোট আকারে উৎসব হলেও তাতে কোনও তারকা ছিলেন না।
Thank You for your important feedback