করোনাবিধি মেনে রবিবার ঢাকা ম্যারাথন

করোনার জেরে বন্ধ হয়ে গিয়েছিল একাধিক খেলা। টোকিও অলিম্পিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে সব থেকে বড় ক্রিকেট প্রতিযোগিতা আইপিএলের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরশাহির দর্শকশূন্য স্টেডিয়ামে। ধীরে ধীরে বহু দেশে চালু হচ্ছে খেলাধুলার আসর। তবে অল্প সংখ্যক দর্শক নিয়ে। প্রতিবছর শীতকালে কলকাতার রেড রোডে হয় ম্যারাথন দৌড়ের আসর। কিন্তু করোনার জেরে সবই বন্ধ। তবে ভারতের প্রতিবেশী দেশের রাজধানী ঢাকায় করোনা বিধি মেনেই রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ঢাকা ম্যারাথন। এই ম্যারাথনে অংশ নেবেন ১৮ বছরের উর্ধ্বে প্রায় ২০০ জন প্রতিযোগী। দেশ ও বিদেশ থেকে আসছেন অ্যাথলিটরা। প্রতিবছরই বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনে বাংলাদেশ সেনার তরফে এই ম্যারাথনের আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশ সেনার প্রধান আজিজ আহমেদ পতাকা দেখিয়ে ম্যারাথনের যাত্রা শুরু করেন। 

শনিবার ঢাকা মহানগর পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রবিবার সকাল ৬টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়ে শেষ হবে হাতিরঝিলের কাছে। ফুল ম্যারাথনের যাত্রা পথ ৪২ কিমি ও হ্যাফ ম্যারাথনের যাত্রা পথ ২১ কিমি। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.