ছাঁটা হল জিতেন্দ্রর ডানা, আসানসোলের নতুন প্রশাসক অমরনাথ

আসানসোল পুরনিগমের নতুন পুর প্রশাসকের নাম ঘোষণা করল রাজ্য সরকার। তবে চমক এখানেই, জিতেন্দ্র তেওয়ারি দলে থাকলেও তাঁকে সরানো হয়েছে। তাঁর জায়গায় নতুন পুর প্রশাসক হলেন অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি বিদায়ী পুরবোর্ডের চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, আগামী সোমবারই তিনি নতুন দায়িত্ব বুঝে নেবেন। আর জিতেন্দ্র তিওয়ারির ডানা ছাঁটার পর তিনি কী করবেন তার দিকেই তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল। 

প্রসঙ্গত, গত বছরের ১৬ ডিসেম্বর আচমকাই পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি। পাশাপাশি তিনি পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি পদ থেকেও সরে দাঁড়িয়েছিলেন। তখনই তিনি বৈঠক করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। ফলে তাঁর বিজেপিতে যোগদান করা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়। কিন্তু শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডল বিজেপিতে গেলেও জিতেন্দ্র বিজেপির পথে যাননি। দু’দিনের মাথায় ফিরে আসেন তৃণমূলেই। কলকাতায় এসে তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে দলের কাজেও যোগও দিয়েছিলেন। তবুও দুটি পদেই আর ফিরিয়ে আনা হল না জিতেন্দ্রকে। শাসকদলের অন্দরে এটা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। আদৌ জিতেন্দ্র তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হবে নাকি অন্য কাউকে সামনে এনে তাঁকে বার্তা দেবে দল? আপাতত জল্পনার অবসান হলেও জিতেন্দ্রর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আর নতুন দায়িত্ব পেয়ে অমরনাথ চট্টোপাধ্যায় বললেন, দল আমাকে যা দায়িত্ব দেবে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। তবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি জিতেন্দ্রর। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.