হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘মহারাজ’

বৃহস্পতিবার ১০টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে পৌঁছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ডা. দেবী শেঠি এসে পর্যবেক্ষণের পর হাসপাতালের তরফ থেকে বুধবার তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বুধবার সকালে জানা গিয়েছিল, তিনি নিজেই আরও একটি দিন হাসপাতালে থাকতে চেয়েছেন। 

বৃহস্পতিবার সকাল থেকেই সৌরভের বেহালার বাড়ি ও উডল্যান্ডস হাসপাতালের সামনে ভিড় জমিয়েছিল তাঁর অসংখ্য ভক্তরা। হাসপাতাল থেকে বেরিয়ে সৌরভ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি আগের থেকে সুস্থ আছেন। তিনি হাসপাতালের সকল ডাক্তারকে ধন্যবাদ জানান। হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠিকেও ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কাজে ফিরবেন। কোনও চাপের কারণে তাঁর এই ঘটনা ঘটল কিনা সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি হাত নেড়ে না বলেন। 

এদিন হাসপাতাল ছাড়ার আগে সৌরভকে চেক-আপ করেন চিকিৎসকরা৷ তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলেও হাসপাতালের তরফে জানানো হয়৷ মহারাজকে হাসপাতাল থেকে আনতে এদিন সকালেই হাসপাতালে গিয়েছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.