লাগামছাড়া তেলের দাম

২০১৩ র সরকারি নিয়ন্ত্রণ ওঠার পর পেট্রোলিয়াম সামগ্রীর দাম আকাশছোঁয়া। বুধবার ডিজেলের দাম নিয়ন্ত্রণ ওঠার পর সবচেয়ে বেশি ছিল ৭৭.৭০ টাকা লিটার। বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্পে ডিজেলের দাম উঠল লিটারে ৭৭.৭৯ টাকা, বাড়ল প্রায় ২৭ পয়সা। রেকর্ড দামের কাছাকাছি পেট্রোলও বৃহস্পতিবার মূল্য ৮৫.৪৪ টাকা, এদিন তা ৮৫.৬৮ টাকা। কিন্তু এত দাম বাড়লো কী করে ? 

তেল সংস্থাগুলি জানাচ্ছে, বিশ্ববাজারে অসংশধিত তেলের দাম বৃদ্ধিতে এই মূল্যবৃদ্ধি।

বিরোধীদের বক্তব্য, বিশ্ববাজারে অশোধিত তেলের দাম যখন তলানিতে তখন সরকার উৎপাদন শুল্ক বাড়িয়ে রাজকোষ ভর্তি করেছে। এই উপমহাদেশে যখন ৪০ টাকার নীচে তেল বিক্রি হয়েছে তখন ভারতে তেলের দাম ৭০ টাকার উপরেই ছিল অর্থাৎ তা পেট্রোল ডিজেলের দামের গড়পড়তা। চিন্তায় কেন্দ্রও বটে। লকডাউন এবং করোনা আবহে যে বিপুল ভর্তুকি রাজকোষ থেকে দিতে হয়েছিল তা তেলের শুল্ক বৃদ্ধি অনেকটাই চাপ কমিয়ে ছিল। এখন এই মুহূর্তে শুল্ক কমালে রাজকোষ প্রবলভাবে ধাক্কা খাবে। কিন্তু জনতার তো নাভিশ্বাস, তেলের সঙ্গে পরিবহন যুক্ত। কাজেই দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমাগতই চলতে থাকবে।    


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.