পরপর তিন ম্যাচে হার, সরে দাঁড়ালেন বেঙ্গালুরু কোচ কুয়াদ্রাত

চলতি আইএসএলে একেবারেই ভালো খেলতে পারছে না বেঙ্গালুরু এফসি। এরওপর আবার শেষ তিনটি ম্যাচে পরপর হারতে হয়েছে সুনীল ছেত্রীদের। এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে আইএসএলের মাঝপথেই সরে দাঁড়ালেন বেঙ্গালুরু এফসির কোচ কার্লোস কুয়াদ্রাত। সূত্রের খবর, আপাতত তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন সহকারি কোচ নৌসাদ মুসা। গত মরশুমে অসাধারণ পারফর্মেন্স করা বেঙ্গালুরু এফসি এবছর একেবারেই ফর্মে নেই। চলতি আইএসএলে সুনীল ছেত্রীরা ৯টি ম্যাচ খেলে মাত্র ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। ৯টি ম্যাচের তিনটি জয় ও তিনটি ড্র করার পর শেষ তিনটি ম্যাচেই হার স্বীকার করেছে কার্লোস কুয়াদ্রাতের দল। 

প্রথমে এটিকে-মোহনবাগান, দ্বিতীয় জামশেদপুর এফসি এবং শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির কাছে ১-৩ গোলে হারেছে বেঙ্গালুরু। এরপরই যাবতীয় ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করলেন হেড কোচ কুয়াদ্রাত। এই সিদ্ধান্তের আগে তিনি ক্লাবকর্তা ও খেলোয়ারদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তাও দিয়েছেন। তিনি বলেন, ‘আমাকে হেড কোচের দায়িত্ব দেওয়ার জন্য ক্লাবকে ধন্যবাদ। আমি সবসময় ভাল ব্যবহার পেয়ে এসেছি। এই ক্লাবের সঙ্গে সম্পর্ক সবসময়ই আমার স্মৃতিতে থেকে যাবে। ক্লাবের সাফল্য কামনা করি’। তাঁর কোচিংয়ে ২০১৮-১৯ মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। 

ছবিঃ বেঙ্গালুরু এফসি-র টুইটার থেকে 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.