বার্ড ফ্লুর থাবা এবার দিল্লিতেও

ধীরে ধীরে সারা দেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে কি? এমন ভাবনা ভাবাচ্ছে কেদ্রের স্বাস্থ্যবিভাগকে। ইতিমধ্যে রাজস্থান, হিমাচলপ্রদেশ, গুজরাট ও কেরলে বার্ড ফ্লুতে অসংখ্য পাখির মৃত্যু হয়েছে। কেরলে ইতিমধ্যেই বার্ড ফ্লুকে বিপর্যয় বলে ঘোষণা করেছে। হিমাচলপ্রদেশে ২,৩০০ মুরগি সহ বিভিন্ন পাখির মৃত্যু হয়েছে, অন্যদিকে কেরলে ২০০০ পাখি মারা গিয়েছে। এই মড়কের কারণে স্থানীয় প্রশাসন মুরগি বা অন্য খাদ্যযোগ্য পাখি বিক্রির ক্ষেত্রে সতর্কতার নির্দেশ দিয়েছে। জানা যাচ্ছে কয়েক বছর বাদে এই সংক্রমন হানা দেয় ভারতের বিভিন্ন প্রান্তে এবং দ্রুত ওই মৃত পাখি বা মুরগি কবরস্থ করতে হয়। কারণ মুক্ত স্থানে এই মৃত পাখি রাখলে সংক্রমণ ছড়ায়।

এবার এই রোগ হানা দিয়েছে খোদ রাজধানী দিল্লিতেও। গত ৭২ ঘণ্টায় প্রায় ১০০ মৃত কাকের সন্ধান পাওয়া গিয়েছে। তদন্ত করে জানা গিয়েছে এই মৃত্যু সংক্রমণের কারণেই। শুক্রবার ১১টি কাকের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে কেজরিওয়াল সরকার। বিশ্বস্বাস্থ্য সংস্থা বা WHO এবারে ভারতের স্বাস্থ্যমন্ত্রককে সতর্ক করেছে। তারা জানাচ্ছে, বার্ড ফ্লুতে ছোট পশু পাখির মৃত্যু হবেই। তার সাথে মানুষের মধ্যে এই সংক্রমণ এলে আশঙ্কা আছে মৃত্যুরও।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.