শুভেন্দুর সভার পরই খেজুরিতে আক্রান্ত বিজেপি নেতা-কর্মীরা

মঙ্গলবারই খেজুরিতে জনসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই সভায় যাওয়ার পথে বিজেপির মিছিলে হামলা হয়েছিল। বিজেপির এক বাইক মিছিলে ইটবৃষ্টির পাশাপাশি বোমা ছোঁড়ারও অভিযোগ উঠেছিল। কিন্তু এখানেই শেষ হয়নি হামলার ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির দাবি, শুভেন্দুর সভার পর রাতভর তাণ্ডব চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সভার পর রাতের দিকে আক্রান্ত হলেন শুভেন্দু ঘনিষ্ঠ সদ্য বিজেপিতে যোগ দেওয়া কনিষ্ক পণ্ডা। তৃণমূলের দুষ্কৃতীরাই এই হামলার পিছনে রয়েছে বলে দাবি কনিষ্ক পণ্ডার। তাঁকে আহত অবস্থায় তমলুকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর যদিও তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

অপরদিকে খেজুরির বারাতলা এলাকাতেও বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধেই অভিযোগের তির। হামলায় আহত হয়েছেন খেজুরী দক্ষিণ মণ্ডল সভাপতি উদয়শঙ্কর মাইতি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। রাতেই আহতদের  তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মাজনা এলাকাতেও। রাতেই কাঁথি থানার সামনে হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির দাবি, বিক্ষোভ চলাকালীনই তৃণমূলের একটি মিছিল কাঁথি থানার সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। দুপক্ষের মধ্যে গোলমাল বেধে যায়। বিজেপি কর্মী-সমর্থকরা থানার ভিতর আশ্রয় নেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post