গুজরাতে ড্রাগন ফল হল কমলম

ড্রাগন ফল হল কমলম। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, তাঁর রাজ্যে ড্রাগন ফলকে এখন থেকে কমলম নামে ডাকা হবে। কারণ ড্রাগন নামটি চিনের কথা মনে করিয়ে দেয়। তাছাড়া, ড্রাগন ফলের বাইরেটা পদ্মফুলের মতোই দেখতে। তাই এই নামবদল। 

কমলম শব্দটি পদ্মফুলের সংস্কৃত নাম। এই কমল বিজেপির নির্বাচনী প্রতীক, আমেদাবাদে বিজেপির সদর দফতরের নামও কমলম। রূপানি জানিয়েছেন, নামটির পেটেন্ট নেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে। এই ফলটি আদতে দক্ষিণ আমেরিকার। সেখান থেকে আমদানি করে ভারতে আনা হয় ড্রাগন ফলটি। এখন দেশের অনেক রাজ্যেই এই ফলের চাষ হচ্ছে। 

এরপরই সোশাল মিডিয়ায় নানারকমের ট্রোলে তোলপাড়। শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী লিখেছেন, ড্রাগনকে তাড়ানো গিয়েছে। ড্রাগন ফলের কথা বলছি। কার্তি চিদম্বরম বলেছেন, ড্রাগনকে হত্যা করা হয়েছে। গত কয়েক মাসে ড্রাগন ফলের ব্যাপক চলন হয়েছে। গুজরাতের ভুজ, গান্ধিনগর, মান্ডভির চাষিরা এই ফল চাষ করে ভাসো মুনাফা করছেন।  নরেন্দ্র মোদি তাঁর মন কি বাত-এ ড্রাগন ফলের জন্য কচ্ছের কৃষকদের প্রশংসা করেছিলেন। ভিটামিন সি ও খনিজে ভরা এই ফলের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়েও তিনি বলেছিলেন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post