সৌমিত্রর হয়ে ক্ষমা চাইলেন শমীক

বেশ কয়েকদিন ধরে অভিনেত্রী সায়নী ঘোষ বনাম প্রথমে প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়ের সোশাল নেটওয়ার্কে বাকবিতন্ডা চলছিল। সায়নী কয়েক বছর আগে একটি ছবি পোস্ট করেছিলেন যা সেই সময়ে কেউ তেমন আমল দেয়নি কিন্তু সম্প্রতি তথাগতবাবু হিন্দু ধর্মের অবমাননা হচ্ছে জানিয়ে সায়নীর বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেন। বিষয়টি নিয়ে যখন তদন্ত চলছিল তখন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ, সায়নীকে "যৌনকর্মী" বলে আক্রমণ করে বসেন।

বিষয়টিতে শুরু হয় তুমুল বিতর্ক। জড়িয়ে পড়েন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা এবং ধর্মতলায় এই নিয়ে প্রতিবাদে নামেন বিভিন্ন শিল্পী। অবশ্য সেই সাথে আরেক অভিনেত্রী দেবলীনা দত্তকেও হুমকি দেওয়া হয়। রাজ্য বিজেপি মোটেই দলের অন্দরের এই মন্তব্যে খুশি নয়। শুক্রবার দলের প্রবীণ নেতা তথা দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য্য প্রকাশ্যে সৌমিত্রের এই বক্তব্যের জন্য ক্ষমা চান। তিনি জানান, এটি দলের বক্তব্য হতে পারে না। বিজেপি একটি রুচিপূণ সংগঠিত দল। সৌমিত্রর এই মন্তব্যের দায় দল নেবে না। বিজেপির অভ্যন্তরে সৌমিত্র খাঁ-র ইদানিং কালের কার্যকলাপে বিরক্ত উচ্চ পদের নেতারা।        


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post