দিল্লির ইজরায়েল দূতাবাসের দেড়শো মিটার দূরে বিস্ফোরণ হল। শুক্রবার বিকেল পাঁচটার সময় দিল্লির ঔরঙ্গজেব রোডে ওই দূতাবাসের কাছে বিস্ফোরণের পর রাস্তায় ভাঙা কাচ পড়ে থাকতে দেখা যায়। চার-পাঁচটি গাড়ির কাচ ভেঙে গিয়েছে। সেগুলি রাস্তার ধারে দাঁড় করানো ছিল। হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে গিয়েছে দমকলের তিনটি গাড়ি ও পুলিশবাহিনী। গিয়েছেন পুলিশের গোয়েন্দারা। প্রথম আগুন লাগার খবর গিয়েছিল দমকলের কাছে। তারপরই বিস্ফোরণের খবর যায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, খুবই কম শক্তিসম্পন্ন একটি বিস্ফোরকে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। তাদের ধারণা, চাঞ্চল্য তৈরি করার জন্যই বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিজয় চকে এদিনই চলছে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান। ঘটনাস্থল থেকে বিজয় চক ২ কিলোমিটার দূরে। সেখানে রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ ভিআইপিরা।
Thank You for your important feedback