কেশপুরে বিজেপি কর্মীর ওপর হামলা

কেশপুরের বনকাটায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আক্রান্ত বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে কেশপুর গ্রামীণ হাসপাতালে। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন রয়েছে আনন্দপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে কেশপুরের কলাগ্রাম থেকে মেদিনীপুর আসছিলেন বিজেপি কর্মী শেখ নিজামউদ্দীন। অভিযোগ, আনন্দপুর থানার বনকাটার কাছে ওই বিজেপি কর্মীকে আটকায় বেশকিছু তৃণমূল কর্মী। লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। এমনকি দুষ্কৃতীরা তাঁর মোটরবাইকটিও ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় কেশপুর গ্রামীন হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আনন্দপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তবে এবিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের তরফে।      


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.