প্রায় হারের মুখে দাঁড়িয়ে ভারত। চোট নিয়ে ব্যাট করতে হবে ঋষভ পন্থকে, কিন্তু ব্যাট হাতে মাঠেই নামতে পারবেন না রবীন্দ্র জাদেজা। এই পরিস্থিতিতে ভারতের সামনে ৪০৭ রানের বিশাল টার্গেট দিল অস্ট্রেলিয়া। সিডনি টেস্টে চতুর্থ দিনে ২ উইকেটে ১০৩ রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নামে অজি ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত তাঁরা ৬ উইকেট হারিয়ে ৩১২ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করে দেয়।
ফলে ভারতের কাছে ৪০৭ রানের টার্গেট বেধেঁ দিয়ে মাঠ ছাড়লেন অজি অধিনায়ক টিম প্যানি। ৪০৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে ল্যাবুশান, স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিন অর্ধ শতরান করেছেন। ভারতীয় পেসার নভদীপ সাইনি ও রবিচন্দ্র অশ্বিন দুটি করে এবং বুমরা ও সিরাজ একটি করে উইকেট পান।
Thank You for your important feedback