বাংলা ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় মল্লিকা শেরাওয়াত

দীর্ঘদিন বাদে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরছেন মল্লিকা শেরাওয়াত। বলিউডে ‘বোল্ড’ অভিনেত্রী হিসেবে এক সময় সুনাম অর্জন করেছিলেন মল্লিকা। বিশেষ করে চুম্বন দৃশ্যে তরুণ হৃদয়ে ঝড় তুলেছিলেন তিনি। সেই মল্লিকা এবার কামব্যক করছেন সিনেমায়, তবে ওটিটি প্ল্যাটফর্মে। এক বাঙালি পরিচালকের হাত ধরেই সিনেমার জগতে ফিরছেন ‘হট’ অভিনেত্রী। 

এবার সৌমিক সেন পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন মল্লিকা। আর তাঁর জন্যই খুব শিগগিরিই কলকাতায় আসতে চলেছেন তিনি। এই ওয়েব সিরিজে টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীও অভিনয় করবেন বলে জানা যাচ্ছে। ২০০৩ সালে বলিউডে খোয়াইশ সিনেমা দিয়ে পরিচিতি পান মল্লিকা। একসময় হট দৃশ্যে তাঁর সাবলীল অভিনয় প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এমনকী তাঁর লাস্যের সঙ্গে এঁটে উঠছিলেন না বলিউডের ডাকসাইটে নায়িকারাও। বলিউডে একের পর এক হিট সিনেমার পর তিনি হলিউডে পাড়ি দিয়েছিলেন। জ্যাকি চ্যাংয়ের সঙ্গে ‘দ্য মিথ’ এবং ‘পলিটিক্স অফ লাভ’ সিনেমায় অভিনয় করেন। এরপর আর সেভাবে তাঁকে দেখা যায়নি সিনেমায়। এবার OTT প্ল্যাটফর্মে ফিরতে চলেছেন মল্লিকা। পরিচালক হলিউডে ‘গুলাব গ্যাং’ এবং টলিউডের ‘মহালয়া’ সিনেমা পরিচালনা করে যথেষ্ট প্রশংশা কুঁড়িয়েছেন সিনেমাপ্রেমীদের কাছে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.