১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারিদের ৩ শতাংশ ডিএ বাড়ল

৩ শতাংশ হারে ডিএ বা মহার্ঘভাতা বাড়ানোর কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের আগে ডিএ নিয়ে নতুন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। আগে বলা হয়েছিল যাদের বেতন মাসিক ২ লাখ টাকার বেশি, তাঁরাই বর্ধিত ডিএ পাবেন। এবার সেই সিদ্ধান্ত বদল করল রাজ্য। যারা মাসিক দুই লক্ষাধিক টাকা বেতন পান, তাঁরাও এবার বর্ধিত ডিএ পাবেন। 

আগেই জানানো হয়েছিল, ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের কোষাগারে অতিরিক্ত ২,২০০ কোটি টাকার বোঝা চাপছে। কিন্তু এই নতুন বিজ্ঞপ্তির ফলে আরও বাড়তি খরচ হবে রাজ্যের। কারণ দুই লক্ষাধিক টাকার বেশি বেতন যারা পান তাঁদের খরচও যুক্ত হল এবার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ডিএ নিয়ে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারিদের মধ্যে অসন্তোষ ছিল। যা নিয়ে মামলা আদালত পর্যন্ত গড়ায়। উল্লেখ্য, গতবছরই মুখ্যমন্ত্রী ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ঘোষণা করেন। এরপর এই প্রথম ডিএ বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। অপরদিকে, নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.