লকডাউন বিধি লঙ্ঘন প্রিয়াঙ্কার, সতর্ক করল লন্ডন পুলিশ

লকডাউন বিধি লঙ্ঘন করে বিপাকে প্রিয়াঙ্কা চোপড়া। বুধবার সন্ধ্যায় মায়ের সঙ্গে লন্ডনের এক স্যালোঁতে যান অভিনেত্রী। বিষয়টি জানাজানি হতেই  প্রিয়াঙ্কা এবং ওই স্যালোঁ-র কতৃপক্ষকে সতর্ক করেছে লন্ডন পুলিশ। তবে প্রথমবার নিয়ম ভাঙ্গায় কোনও জরিমানা করা হয়নি। 

উল্লেখ্য, করোনার নয়া স্ট্রেইনের সংক্রমণ রুখতেই ব্রিটেনে জারি হয়েছে কড়া লকডাউন। এদিকে পরবর্তী সিনেমা টেক্সট ফর ইউ-এর শ্যুটিংয়ে এসে লকডাউনের কারণে স্বামী নিক জোনাসের সঙ্গে লন্ডনে আটকে পড়েছেন প্রিয়াঙ্কা। বুধবার মা মধু চোপড়াকে নিয়ে স্থানীয় একটি স্যালোঁতে যান অভিনেত্রী। সেখানে সেলিব্রিটি স্টাইলিস্ট জোশ উডও ছিলেন। যদিও প্রিয়াঙ্কা চোপড়ার টিম জানিয়েছে, প্রিয়াঙ্কা ব্যক্তিগত প্রয়োজনে নয়, শ্যুটিংয়ের জন্যই স্যালোঁয় যান। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.