কয়েক ঘন্টায় কোটিপতি দিনমজুর

দারিদ্র কাকে বলে তা রোজনামচা হয়ে গিয়েছিলো বনগাঁ অঞ্চলের গোপাল সাহার। রোজই স্ত্রীর সাথে অশান্তি, সংসার চলছে না মোটেই। তারমধ্যে করোনা আবহে কাজও কমে গিয়েছিল দিনমজুর গোপালবাবুর। অথচ মাথার উপর দুই কন্যা। একসময় লটারির টিকিট কেনার নেশা ছিল তাঁর কিন্তু বৌয়ের ধমকে ও পথ থেকে রোজগার আসবেনা বলে ছেড়ে দিয়েছিলেন টিকিট কেনার নেশা। আচমকাই বৃহস্পতিবার খানিক হতাশাতেই ফের কিনে ফেললেন আবার একটা লটারির টিকিট। তারপরই সংবাদ, তিনি "কোটিপতি" হয়েছে।

আজকাল লটারির খেলা দিনেরটা দিনেই হয় ফল বেরিয়ে যায় সেদিনই। সকালে টিকিট কাটার পর মাথা থেকেই চলে গিয়েছিলো প্রাপ্তির চিন্তা। কিন্তু বেলা গড়াতেই খবর এল ' টিকিট লেগে গেছে'। দৌড়ে গিয়ে দেখলেন, স্বপ্ন সত্যি হয়েছে। মাইল গিয়েছে ১ কোটি টাকা | আনন্দে উদ্ভাসিত গোপাল সাহা, কী করবেন প্রশ্নের উত্তরে জানালেন, কত কিছু করার আছে জীবনে তো কিছুই প্রাপ্তি হয়নি তাঁর। তবে একটি কাজ করবেনই গোপাল, মেয়েদের উচ্চশিক্ষা। জানালেন, ওদের পড়ার বড্ড শখ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post