শুভেন্দুর সভায় যাওয়ার আগে বিজেপির মিছিলে বোমাবাজি

রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্র খেজুরি। শুভেন্দু অধিকারীর জনসভায় যাওয়ার পথে বিজেপির বাইক মিছিল লক্ষ করে ইট, বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার খেজুরির বারাতলা ঘোলাবাড় এলাকায় ওই মিছিল শুরু হয়। অভিযোগ, সেই মিছিল লক্ষ্য করে আচমকাই ইট বৃষ্টি শুরু হয়। এমনকী বিজেপি কর্মীদের আটকে তাঁদের বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। এলাকায় বোমাবাজি করা হয় বলেও দাবি। এই ঘটনার পরই মুহূর্তের মধ্যে বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। বিজেপির অভিযোগ, এই হামলার ফলে আক্রান্ত হয়েছেন দলের বেশ কয়েকজন কর্মী। প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার পুলিশ।

বিজেপির অভিযোগ, এদিন শুভেন্দু অধিকারীর জনসভায় যাওয়ার জন্য খেজুরি থেকে হেঁড়িয়া অবধি একটি মিছিল করেন বিজেপি কর্মীরা। সেই সময় তৃণমূল নেতা  পার্থপ্রতিম দাস ও তাঁর অনুগামীদের নেতৃত্বে একদল দুষ্কৃতী হামলা করে তাঁদের ওপর। বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি গুলি ও বোমাবাজিও করে তারা। একধিক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এরপরই নিজেদের বাঁচাতে পালটা হামলা করে বিজেপি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তাঁদের দাবি, বিজেপি এলাকায় উত্তেজনা তৈরি করছে। আতঙ্ক ছড়াতে তৃণমূল কর্মীদের মারধর করেছে।                                        


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post