লড়াই শিখিয়েছে আইপিএল

৮ জন্য নব্য ক্রিকেটারকে নিয়ে সেরা অস্ট্রেলিয়াকে আজ হেলায় হারাল ভারত। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কী করে অসম্ভবকে সম্ভব করল এই তরুণ ব্রিগেড? ফুটবলে একটা সময়ে লাতিন আমেরিকান দেশ অনায়াসে ইউরোপিয়ান দেশকে হারিয়ে দিত। কিন্তু তারপর লাতিন আমেরিকার খেলোয়াড়দের কিনে ইউরোপের দেশগুলি ক্লাব ফুটবল শুরু করল এবং বুঝে নিল লাতিন দেশের যাদু। আজ ইউরোপের দেশগুলি বলে বলে আর্জেন্টিনা বা ব্রাজিল বা অন্যান্য দেশগুলিকে হারিয়ে দিচ্ছে। 

ক্রিকেটে আইপিএল-ও ওই পদ্ধতি অবলম্বন করেছে। সারা বিশ্বের সেরা খেলোয়াড়দের কিনে ক্লাব দল বানাচ্ছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। একটাই স্লোগান, এই টুর্নামেন্টে মারো অথবা দল ছাড়ো। কোটি কোটি টাকায় কেনা হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে বিভিন্ন দেশের সেরাদের। আজ আর প্রথম সারি, দ্বিতীয় সারির খেলোয়াড় বলে কিছু নেই, যে কেউ যে কোনও ম্যাচ বের করে নিয়ে যাচ্ছে। ভালো ব্যাট বা বোলিং করতেই হবে। আজকের গিল, পন্থ, সিরাজ বা শার্দুলেরা জানে কী করে জব্দ করতে হবে। কারণ তারা নিয়মিত প্রতিবছর খেলে অস্ট্রেলিয়ান দৈত্যদের। কার্যত আউট করা বা রান তাড়া করে জেতা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ভারতীয়দের। ব্রিসবেনে তারই ঝলক দেখালেন তরুণরা।      


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post