‘এই বিস্ফোরণ ট্রেলারমাত্র’, ইজরায়েলি রাষ্ট্রদূতের নামে হুমকি চিরকুট

‘এই বিস্ফোরণ ট্রেলার মাত্র।’ দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনায় সামনে এল এরকমই এক চাঞ্চল্যকর চিরকুট। সেটি ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকার নামে লেখা। তাতে ইরানের জেনারেল কাসিম সোলেমানি ও ইরানের পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরিজাদেইকে খুনের কথা বলা হয়েছে। সেই খুনের বদলা নিতেই এই হামলা বলে হুমকি দেওয়া হয়েছে ছোট চিঠিতে। পুলিশ জানাচ্ছে, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার করা একটি প্যাকেটের গায়ে ওই চিরকুট আটকানো ছিল। তাতে লেখা ছিল ‘এটা ট্রেলার মাত্র’। অন্যদিকে, ইজরায়েল থেকে বিশেষ তদন্তকারী দল শনিবারই দিল্লি আসছে। ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা বলেছেন, এখনও পর্যন্ত ইজরায়েল এটিকে তাঁদের দূতাবাসকে লক্ষ্য করে সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করছেন। 

শুক্রবার সন্ধেয় যেখানে বিস্ফোরণ হয়েছিল তার ১২ গজ দূরে পাওয়া গিয়েছে একটি খাম। খামে লেখা আছে ইজরায়েলের রাষ্ট্রদূতের নাম। খামের ফিঙ্গারপ্রিন্ট খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এছাড়া, সেখান থেকে মিলেছে আধ পোড়া গোলাপি স্কার্ফ। উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজও। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ঘটানো হয়েছে যে বিস্ফোরকে তাতে ব্যবহার করা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট। বিস্ফোরক ছিল কম শক্তিসম্পন্ন। আরডিএক্স থাকলে তার ব্যাপকতা হত অনেক বেশি। তবে এটা বড় কোনও নাশকতার ছকের অংশ হতে পারে। শুক্রবারের ঘটনা ছিল তারই মহড়া। বিস্ফোরণের জায়গায় গর্ত হয়েছে। এই বিস্ফোরণে কয়েকটি গাড়ির কাচ ভেঙেছে। গাড়িগুলি রাস্তায় দাঁড় করানো ছিল। কেউ হতাহত হননি। আতঙ্ক ছড়ানোই ছিল বিস্ফোরণের উদ্দেশ্য। গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশের সব বিমানবন্দর, গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে জারি করা হয়েছে লাল সতর্কতা। মুম্বইতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। উত্তরপ্রদেশেও সতর্ক করা হয়েছে পুলিশকে। 



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post