শনিবার মহাত্মা গান্ধির মৃত্যুদিন সদ্ভাবনা দিবস হিসেবে পালন করছেন দিল্লির সীমান্তে অবস্থানরত কৃষকরা। এদিন সারাদিন উপবাস করবেন তাঁরা। ইতিমধ্যেই হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ থেকে প্রচুর কৃষক দিল্লির তিনটি সীমান্তে এসে জমায়েত করছেন। তাদের দাবি, আরও অনেক কৃষক আগামী দিনে আসবেন। কৃষি আইন বাতিলের দাবিতে তাঁদের এই বিক্ষোভ আরও শক্তিশালী হবে তাঁদের দাবি।
প্রজাতন্ত্র দিবসের হিংসাত্মক ঘটনার পর মনে হচ্ছিল কৃষকদের আন্দোলন স্তিমিত হয়ে পড়েছে, তখনই নতুন উদ্যমে কৃষকরা প্রতিবাদ জোরদার করতে শুরু করেছেন। মুজফফরনগরে কিষাণেদর মহাপঞ্চায়েত থেকে ঘোষণা করা হয়েছে, শনিবার থেকেই তাঁরা গাজিপুর সীমান্তের দিকে রওনা দেবেন। পাঞ্জাবের ভাতিন্দার ভির্ক খুর্দ পঞ্চায়েত ঠিক করেছে, প্রতি পরিবারের একজন কৃষকদের আন্দোলনে যোগ দেবেন। যারা যাবে না তাদের দেড় হাজার টাকা জরিমানা করা হবে, না দিলে সামাজিক বয়কট করা হবে।
Thank You for your important feedback