৯ রাজ্যে বার্ড ফ্লু, জরুরি বৈঠকে কেন্দ্র

দেশের ৯টি রাজ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। দিল্লি, মহারাষ্ট্র ছাড়াও উত্তরপ্রদেশ, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাতে ব্যাপকহারে পাখির মৃত্যুর খবর এসেছে। এরইমধ্যে প্রতিষেধক টিকার যোগান নিয়ে সোমবারই জরুরি বৈঠকে বসছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের অফিসাররা। সংসদীয় কমিটি এই বৈঠক তলব করেছে। 

গত ২ দিনে মহারাষ্ট্রের পারভানিতে ৮০০ পোল্ট্রির মুরগি ও পাখি মারা গিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, তা বার্ড ফ্লু। পোল্ট্রির ৯ হাজার পাখিকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ মুরগি বিক্রি। লাটুর ও অমরাবতীতে প্রায় ৫০০ মুরগি, হাঁসের মৃত্যুর খবর এসেছে। মৃত কাকের দেখা মিলেছে মুম্বইয়ের চেম্বুরেও। দিল্লিতে সঞ্জয় লেক, ময়ূর বিহারে বার্ড ফ্লুতে পাখির মৃত্যু নিশ্চিত হয়েছে। দিল্লিতে বন্ধ হয়েছে হাউস খাস পার্ক। উত্তরপ্রদেশের কানপুরে বন্ধ করা হয়েছে চিড়িয়াখানা। সেখানে সব পাখিকে মেরে ফেলা হবে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.