আয়নার সামনে দাঁড়াক তৃণমূলঃ শোভন

দীর্ঘ প্রতীক্ষার পর অপশেষে বিজেপির হয়ে সরাসরি ময়দানে নামলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত এই মিছিলে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। মিছিল ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল যথেষ্টই। এদিন বিজেপির মিছিলে অংশ নেওয়ার পর সেলিমপুরে এক সভাতেও ভাষণ দিলেন শোভেন। সেখানে তিনি পুরোনো দল তৃণমূল এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন। নিজের ভাষণে তিনি তৃণমূল নেত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। শোভন বলেন, আজকে ওকে (মমতা) দেখলে যন্ত্রণা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়নার সামনে দাঁড়াতে হবে। যে স্বপ্ন নিয়ে নিজের ঘাম ঝরিয়ে আমরা সমস্ত কিছু দিয়েছিলাম যার জন্য সেই তুমি (মমতা) আজ আদর্শ থেকে সরে এসেছ।  রাজীব কুমার ইস্যু নিয়েও মুখ খোলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক। 

শোভেনের কথায়, উনি (রাজীব) কলকাতার পুলিশ কমিশনার ছিলেন। চিটফান্ড কাণ্ডে তাঁকে আড়াল করছেন মুখ্যমন্ত্রী। কেন করছেন তাঁর উত্তর মমতাদিকে দিতেই হবে। বাংলায় পরিবর্তন আসছে শীঘ্রই। কয়লা, গরু পাচার নিয়েও তিনি তোপ দাগলেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। তাঁর কথায় চোখের সামনে দিয়ে গরু ও কয়লা পাচার হতো, পুলিশ দেখেও দেখেনি। পুলিশ গাড়ি ধরলেই তাঁরা ট্রান্সফার হয়ে যেত। এই সমস্ত কিছুর জন্যই তাঁকে বাংলার মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে। কুণাল ঘোষ প্রসঙ্গেও মুখ খোলেন শোভন চট্টোপাধ্যায়। কুণাল ঘোষের বিরুদ্ধে তাঁর তোপ, বাংলায় চিটফান্ডের ধারক ও বাহক কুণাল, কে চিটফান্ড এনেছিল? এই প্রশ্নের উত্তর যবে বুঝবেন মুখ্যমন্ত্রী ততদিনে অনেক দেরী হয়ে যাবে। বাংলায় সরকারই পরিবর্তন হয়ে যাবে। এরপরই তাঁর তোপ, ১৫ লাখ টাকা দিয়ে সংবাদপত্রের মাথায় বসেছিল কুণাল। একসময় রাস্তায় দাঁড়িয়ে দাবি তুলেছিলেন, মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাতে হবে, আজ সেই কুণালই তৃণমূলের মুখপাত্র। এদিন সেলিমপুরে জনসভায় দীর্ঘ বিরতির পর ভাষণ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। ফলে কিছুটা অস্বস্তি ছিল তাঁর ভাষণে। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.