পিছু হটল কেন্দ্র, কৃষি আইন দেড়বছর স্থগিত রাখার প্রস্তাব কেন্দ্রের

অবশেষে পিছু হটল কেন্দ্র। তিনটি কৃষি আইন দেড়বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে তারা। একথা তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েও জানিয়ে দেবে। আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলনের ৫৭ দিন পর কৃষকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে পারস্পরিক আলোচনায় সমাধানে পৌঁছনোর চেষ্টা করা হোক। কৃষক নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁরা নিজেদের মধ্যে কথা বলে তাঁদের সিদ্ধান্ত জানাবে। এরই পাশাপাশি সমাধানের জন্য একটি যৌথ কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তবে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল হবে বলেই জানিয়েছেন কৃষকরা।

বুধবার কেন্দ্রের সঙ্গে কৃষকদের দশম বৈঠক হয়েছে। সেই বৈঠকে কৃষি আইন বাতিল এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি বৈধতার দাবিতে কৃষকরা অনড়ই ছিলেন। শুক্রবার আবার বৈঠক হবে। সেই বৈঠকে আইন বাতিল এবং কেন্দ্রের নতুন প্রস্তাব নিয়ে তাঁদের মতামত জানিয়ে দেবেন। কেন্দ্র চায়, এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দিল্লি সীমান্ত থেকে কৃষকরা ঘরে ফিরে যান। এর আগেই সুপ্রিম কোর্ট তিনটি কৃষি আইন স্থগিত করে দিয়েছে। তারা একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি করে দিয়েছে। যদিও তার মধ্যে একজন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.