বুধবার আইএসেলে বেঙ্গালুরুর এফসির মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স। টানা উত্তেজনার মধ্যে বেঙ্গালুরুর এফসিকে ২-১ গোলে হারাল কিবু ভিকুনার দল। টানা ছয় ম্যাচে জয় অধরা সুনীল ছেত্রীরদের। যদিও আইএসএলের প্রথম পর্বে কেরালাকে ৪-২ গোলে হারিয়েছিল সুনীলের বেঙ্গালুরু এফসি।
বুধবার ম্যাচের প্রথমার্ধ থেকেই বেশ আক্রমণাত্মক ছিল বেঙ্গালুরু এফসি। ২৩ মিনিটে রাহুল ভেকের থ্রো বলে সাইড ভলিতে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন ক্লেটন সিলভা। প্রথমার্ধ শেষের কয়েক মিনিট আগে সুলীলের দুরন্ত শটকে দক্ষতার সঙ্গে শরীরকে শূন্যে ভাসিয়ে দুর্গ রক্ষা করেন কেরালার গোলকিপার অ্যালবিনো গোমস। দ্বিতীয়র্ধের প্রথম থেকেই গোল করে ব্যবধান কমাতে মরিয়া হয় ওঠে কিবু ভিকুনার ছেলেরা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই ৭৩ মিনিটে হুপারের নেওয়া শট বাঁচান বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত সিং। ফিরতি বলকে গোলে ঠেলে দিয়ে কেরালাকে সমতায় ফেরান লালথাঙ্গা খাওলরিং। গুরপ্রীত আহত হন, তবুও ম্যাচ পরিচালনায় থাকা রেফারি খেলা না থামালে ক্ষোভে ফেটে পড়েন বেঙ্গালুরুর খেলোয়াড়রা।
৯০ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে কেরালার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বেঙ্গালুরুর স্ট্রাইকার অগাস্টিন। তারপরই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে কেরালা। রাহুল ম্যাচের শেষ গোল কেরালাকে ম্যাচ জেতায়। ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছে কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স। সমসংখ্যাক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে কেরালার থেকে দুই ধাপ এগিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসি।
Thank You for your important feedback