বুধবার আইএসএলএলে ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল চেন্নাইয়ান এফসি। দু দলের হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ম্যাচ শেষ হয় ২-১। ইসমায়েল গনসালভেসের জোড়া গোলে চার ম্যাচ পর জয়ে পেল চেন্নাইয়ান। ম্যাচের প্রথমার্ধ থেকেই ওডিশার গোলমুখে একের পর এক আক্রমণ করে চেন্নাইয়ান এফসি। ফলে ওডিশার ডিফেন্ডারদের পিছনে ফেলে ১৫ মিনিটে ঠান্ডা মাথায় গোল দিয়ে চেন্নাইকে এগিয়ে দেয় ইসমায়েল গনসালভেসের।
পিছিয়ে পড়ে ওডিশা পালটা আক্রমণ শানানোর আগেই ফের একবার গোল পায় চেন্নাইয়িন। ২১ মিনিটে ওড়িশার ডিফেন্ডার গৌরব বোরার ভুলে পেনাল্টি পায় চেন্নাইয়ান। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ইসমায়েল। দ্বিতীয়ার্ধের শুরুতে দলে দুটি পরিবর্তন আনে ওড়িশা এফসি। অন্যদিকে ওডিশাকে পিছিনে ফেলে ব্যবধান বাড়ানোর চেষ্টায় থাকে চেন্নাইও। পাল্টা আক্রমণে ৬৩ মিনিটে দূরপাল্লার শটে গোল করে ওডিশার ব্যবধান কমান দিয়েগো মৌরিসিও। এরপর চেন্নাইয়ান এফসি আক্রমণে চাপ বাড়ালেও গোল ব্যবধান বাড়াতে ব্যর্থ হন। ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে চেন্নাইয়ান এফসি। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে লিগ টেবিলের শেষে রয়েছে ওডিশা এফসি।
Post a Comment
Thank You for your important feedback