চিটফান্ডের টাকা ফেরতের দাবিতে এবার রাজভবনে আমানতকারীরা

হাইকোর্টের নির্দেশের পরও টাকা ফেরত পাননি চিটফান্ডের প্রতারিতরা। চার বছর অতিক্রান্ত হয়ে গেলেও একপ্রকার গা ছাড়া মনোভাব নিয়ে চলছে রাজ্য সরকার। এবার দ্রুত টাকা ফেরত দেওয়ার দাবিতে মঙ্গলবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন আমানতকারীরা। রাজ্যপাল জগদীপ ধনকড়ের হাতে দিয়ে এলেন ব্যবস্থা নেওয়ার আর্জি। এদিন ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউনাইটেড সোস্যালিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে ইডি যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন আমানতকারীরা। এনিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।

প্রসঙ্গত, সোমবারই শর্তসাপেক্ষে জামিনে মুক্ত হয়েছেন রোজভ্যালি কাণ্ডে অন্যতম অভিযুক্ত শ্রীকান্ত মোহতা। এরপরই সরব হয়েছেন প্রতারিতরা। মিজানুর রহমানের অভিযোগ, ২০১৬ সালে কলকাতা হাইকোর্ট আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি কমিটি গঠন করে। এখনও আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়নি। অভিযুক্তরা জামিন পাচ্ছে কিন্তু বিচার পাচ্ছেন না প্রতারিত আমানতকারীরা। এরপরই শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তাঁর দাবি, রোজভ্যালি সহ অন্যান্য চিটফান্ডের টাকাতেই ক্ষমতায় এসেছে তৃণমূল। অসহায় মানুষগুলোর টাকা আত্মসাৎ করে, আমানত পরিবারগুলিকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে এই রাজ্য সরকার। আমানতকারীরা প্রাপ্য টাকা ফেরত না পেলেও নাম পরিবর্তন করে এখনও রোজভ্যালির হোটেল চলছে। সেই টাকা কারা ভোগ করছে তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এরআগে একাধিকবার টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন আমানতকারীরা। এবার রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন তাঁরা। রাজ্যপালের আশ্বাসে কোনও সুরাহা হয় কিনা সেই অপেক্ষাতেই রয়েছেন আমানতকারীরা।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post