কয়লা-বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব হতেই ‘হুমকি ফোন’, চাঞ্চল্যকর দাবি বাবুলের

কয়লা ও বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব হতেই আমার কাছে হুমকি ফোন আসছে। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার আসানসোলের সাংসদ একটি রেলব্রিজের কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন আসানসোলের পিএনআর সংলগ্ন এলাকায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন বাবুল সুপ্রিয়। তিনি জানান, ২০১৬ সাল থেকে আসানসোল শিল্পাঞ্চলে কয়লা ও বালি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করে আসছি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বহু তথ্য, নথিপত্র ও ভিডিও ফুটেজ জোগাড় করেছি। সেগুলি কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় দফতরেও জমা করেছি। এরজন্য আমার বিরুদ্ধে মামলাও হয়েছে।

তবে কয়লা ও গরু পাচার নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তৎপর হতেই আমার কাছে হুমকি ফোন আসছে। যদিও তাতে ভয় পাওয়ার পাত্র আমি নই। পাশাপাশি এর শেষ দেখে ছাড়বেন বলেও জানিয়ে দিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ। বাবুলের তোপ কয়লা, বালি ও গরু পাচারের মাধ্যমে রাজ্যে তৃণমূল কংগ্রেস সমান্তরাল অর্থনীতি চালাচ্ছে। আমরা এতেই আঘাত করেছি। তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, প্রত্যেককে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করবে বিজেপি সরকার। বাবুলের কথায়, রাজ্যে বিজেপির স্বচ্ছ সরকার গঠন করবে। দেশের সম্পত্তি এভাবে মাফিয়াদের হাতে চলে যেতে দেওয়া হবে না। দেশের সম্পত্তি দেশের মানুষদের সেবায় কাজে লাগাবে বিজেপি সরকার। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.