আগামীকাল থেকেই চালু ‘সিটি ট্রাভেল পাস’

কলকাতায় দিনভর ভ্রমণের জন্য ‘হপ অন-হপ অফ’ (hop-on-hop-off) পাস চালু করল ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)। এই পাস নিয়ে সারা দিনে যতবার খুশি সরকারি এসি, নন-এসি বাস-ট্রাম-ফেরিতে ভ্রমণ করা যাবে। আগামীকাল বৃহস্পতিবার, ২১ জানুয়ারি থেকেই মিলবে এই ‘সিটি ট্রাভেল পাস’ (City Travel Pass)-এর সুবিধা। লন্ডন ও সিঙ্গাপুরে সিটি ট্যুরের ব্যবস্থা আছে। সে ক্ষেত্রে ভ্রমণকারীদের জন্য যে পাস বা টিকিট-ব্যবস্থা রয়েছে, তার আদলেই চালু হচ্ছে এই পাস। দামও থাকছে সাধারণের আয়ত্তের মধ্যেই। প্রতিটি পাসের মূল্য  ১০০ টাকা। তবে কেউ যদি এক সঙ্গে ২০টা বা তার বেশি পাস কেনেন, সে ক্ষেত্রে টিকিটের দামে মিলবে ১০% ছাড়।

পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, যাঁরা কলকাতায় ভ্রমণে আসেন তাঁদের কথা মাথায় রেখেই এই বিশেষ পাস চালু করা হচ্ছে। তবে এটির সুবিধা পাবেন নিত্য যাত্রীরাও। একবার এই পাস কিনলে WBTC-র যে কোনও বাসে যতবার খুশি চড়া যাবে। এসি, নন-এসি বাসে উঠলেও আর টিকিট কাটতে হবে না। ফেরি ও  ট্রামেও চড়া যাবে বিনামূল্যে। এছাড়া 'Tram World'-এও প্রবেশ করার জন্যে অতিরিক্ত মূল্য লাগবে না। এছাড়া এই পাস ব্যবহার করে স্পেশাল ট্রাম পাটরাণি'তেও ওঠা যাবে। ফেরির টিকিট কাউন্টার বা বাস ও ট্রামের কন্ডাক্টরদের কাছ থেকে ‘সিটি ট্রাভেল পাস’ কেনা যাবে। বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও এই পাস পাওয়া যাবে। এছাড়া ডব্লিউবিটিসি-র ওয়েবসাইট থেকেও বুক করা যাবে এই পাস। ভ্রমণকারীদের সুবিধার জন্য বিভিন্ন রুটের খুঁটিনাটি তথ্য দিয়ে গাইড ম্যাপও তৈরি করা হচ্ছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post