রাজভবনের চা চক্রে একান্তে কথা মমতা-ধনকড়ের

সংঘাতের আবহের মধ্যেই মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে রাজভবনে রাজ্যপালের চা চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে কথা হয় তাঁর। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সঙ্গে কথাও বলেন মমতা। প্রতিবছরই প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় রাজভবনে এই চায়ের আমন্ত্রণ জানানো হয় শহরে বিশিষ্টজনেদের। সেই রীতি মেনেই মমতা সম.মতোই গিয়ে পৌঁছন রাজভবনে। ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যপুলিশের ডিজি-সহ শীর্ষ প্রশাসনিক কর্তারা। এর আগে সকালে রেড রোডের কুচকাওয়াজেও দেখা হয়েছিল মমতা-ধনকড়ের। 

উল্লেখ্য, এর আগে নববর্ষের শুভেচ্ছা জানাতে মমতা নিজেই চলে যান রাজভবনে। ঘণ্টাখানেকেরও বেশি কথা হয় তাঁদের মধ্যে। বৈঠককে সৌজন্যমূলক বললেও তা নিয়ে জল্পনাও শুরু হয় চতুর্দিকে। তবে দেখা যাচ্ছে, কাকতালীয় হলেও তারপর থেকেই আগে যেভাবে রোজই টুইটারে রাজ্য সরকার ও মমতাকে রোজ আক্রমণ করতেন ধনকড়, তা এখন প্রায় বন্ধ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post