মুক্তি পেল মোবাইল অ্যাকশন গেম FAU-G

'শত্রুর মুখোমুখি হোন। দেশের জন্য লড়াই করুন। দেশের পতাকা রক্ষা করুন।'- প্রত্যাশা মতো ৭২ তম প্রজাতন্ত্র দিবসের দিনই মুক্তি পেল মোবাইল অ্যাকশন গেম ফৌজি। এদিন টুইটারে একটি ভিডিও পোস্ট করে গেমটির উদ্বোধন করেন বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমার। সঙ্গের ক্যাপশনে লিখলেন, শত্রুর মুখোমুখি হয়ে নিজের দেশের জন্য লড়াই করুন। আমাদের দেশের পতাকা রক্ষা করুন। ভারতের অন্যতম সবচেয়ে প্রত্যাশিত অ্যাকশন গেম, ফিয়ারলেস এন্ড ইউনাইটেড গার্ডস: এফএইউ-জি, আপনাকে নিয়ে যাবে যুদ্ধক্ষেত্রের একদম প্রথম সারিতে। আজই নিজের মিশন শুরু করুন।

ভিডিওটিতে রয়েছে সম্প্রতি গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে শত্রু দেশের সংঘাতের প্রেক্ষাপট। ১৫ জুন, দুপুর ২ টোর সময় হঠাৎই গায়েব হয়ে যায় ভারতীয় পতাকা। এরপরেই দেখা যায় শত্রু সেনার সঙ্গে ভারতীয় সেনার প্রবল লড়াই হচ্ছে, পাথরের আঘাতে বহু সেনা আহত হয়েছেন। গুরুতর জখম লেফটেন্যান্ট। কিন্তু ফৌজি কখনও হার মানে না, কখনও পিছপা হয় না। তাই এখন থেকেই শুরু হবে নয়া মিশন। ভারতে পাবজি নিষিদ্ধ হওয়ার পর এবার 'দেশি পাবজি' পেয়ে খুশি গেমাররাও। মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই গুগল প্লে স্টোর থেকে এই গেম ডাউনলোড করা যাচ্ছে। তবে গেম নির্মাতারা জানিয়েছেন, এই গেম অ্যান্ড্রয়েড এইট বা তার উপরের হাই থেকে মাঝারি প্রযুক্তির স্মার্টফোনেই শুধু মাত্র খেলা যাবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post