মতুয়াদের নাগরিকত্ব কে কাড়বে, চ্যালেঞ্জ মমতার

"নমঃশূদ্র মতুয়া ভাইবোনেরা সবাই নাগরিক। কে তাদের নাগরিকত্ব কাড়বে? এত সহজ? বাংলায় এনআরসি করতে দেব না। এনপিআর করতে দেব না। মানুষের অধিকার কাড়তে দেব না। নাগরিক আমরা সবাই।" সোমবার নদিয়ার রাণাঘাটের সভায় এই চ্যালেঞ্জ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা,  "মতুয়ারা কত সাল থেকে বাংলায় আছেন? কেউ ৫০, কেউ ৫২, কেউ ৭০ সাল থেকে। কেউ কেউ তারও আগে থেকে, দেশ স্বাধীন হওয়ার আগে থেকে। তারা তো এমনিতেই নাগরিক। মতুয়াদের ভুল বোঝাচ্ছে বিজেপি। ওদের কথা শুনে একবার অ্যাপ্লাই করবে, তারপর বিদেশি হয়ে যাবে! অসমে ১৯ লক্ষ বাঙালির নাম বাদ গিয়েছে।"

তাঁর দাবি, উদ্বাস্তুদের নিয়ে এতদিন কেউ কিছু করেনি। উদ্বাস্তু কলোনিগুলিকে জমির দলিল দেবেন তাঁরা। যে যেখানে যেমনভাবে আছেন, তেমনই নিঃশর্ত পাট্টা পাবেন। ৯৬টি কলোনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। নদিয়ায় ৫,০০০ দলিল দেওয়া হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের জন্য বোর্ড তৈরি করা হয়েছে। ১০ কোটি টাকা দেওয়া হয়েছে। নমঃশূদ্র, রাজবংশী, কামতাপুরী বোর্ড তৈরি করা হয়েছে। সাঁওতালিভাষী, হিন্দিভাষীদের জন্যও করা হয়েছে বোর্ড। তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এখানে খুন হন। তাঁর বৌকে জেতাতে পারা যায়নি। জিতেছে একজন মহামানব! তাঁর কুকীর্তি তো সবাই দেখতেই পাচ্ছেন, তিনি মুখে সেসব বলতে পারব না।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post