ঢিমেতালে শুরু হলেও এখন গতি বেড়েছে করোনার টিকাকরণের। ১৬ জানুয়ারি গণ টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত এক সপ্তাহে ১৫ লক্ষ ৩৭ হাজার নাগরিককে টিকা দেওয়া হয়েছে। শনিবার ১ লাখ ৪৬ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সবমিলিয়ে গোটা দেশে এখনও পর্যন্ত ১,২৩৮টি বিরূপ প্রতিক্রিয়ার খবর এসেছে। তা মোট টিকাকরণের ০.০৮ শতাংশ। ১১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৬ জন স্বাস্থ্যকর্মী। তবে তাঁদের কেউই টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য মারা যাননি। টিকাদানের প্রথম দিনে টিকা নিয়েছিলেন ১ লাখ ৯০ হাজার জন। সপ্তম দিনে টিকা নেওয়ার সংখ্যা সাড়ে ৩ লাখ। বলা হচ্ছে, কোউইন অ্যাপের গোলমালের জন্যই টিকাদানে দেরি হয়েছে। এখন নিয়ম বদলে অ্যাপের ওপর নির্ভর না করে সবাইকেই টিকা নিতে আসতে বলা হয়েছে।
অন্যদিকে, দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা রবিবার দাঁড়িয়েছে ১৪,৮৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৫৫ জন। মোট আক্রান্ত এখন ১,০৬,৫৪,৫৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ১,০৩,১৬,৭৮৬ জন। এখম়ৃন মোট মৃতের সংখ্যা ১,৫৩,৩৩৯ জন। ভারতে করোনা মোটামুটি নিয়ন্ত্রণ এলেও উদ্বেগজনক অবস্থা আমেরিকায়। শনিবার সেখানে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে আড়াই কোটি। মারা গিয়েছেন ৪ লাখ ১৭ হাজারের সামান্য কম।
Post a Comment
Thank You for your important feedback