স্বাস্থ্যপরীক্ষার জন্য ৩ দিন বন্ধ দুর্গাপুর ব্রিজ

ভারবহন পরীক্ষার জন্য তিনদিন বন্ধ দুর্গাপুর ব্রিজ। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। উল্লেখ্য, ২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকে ২০২০-এর ডিসেম্বর পর্যন্ত বেহালার গাড়ির চাপ সামলাতে হয়েছে দুর্গাপুর ব্রিজকে। নতুন করে মাঝেরহাট ব্রিজ তৈরির পর চাপ কিছুটা কমে। তবে প্রায় ২ বছর স্বাস্থ্যপরীক্ষা সম্ভব হয়নি দুর্গাপুর ব্রিজের। প্রশাসন সূত্রে খবর, এই সময়ে প্রয়োজনের অতিরিক্ত ভার নিতে হয়েছে এই ব্রিজকে। ফলে নিয়ম মাফিক ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্যই ২৩ জানুয়ারি রাত ১০টা থেকে ২৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে দুর্গাপুর ব্রিজ। যানজটের আশঙ্কা থাকলেও বড়সড় দুর্ঘটনা এড়াতেই কয়েকদিন এই ভোগান্তি মানিয়ে অনুরোধ করা হয়েছে।     

কেএমডিএ এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিজের একাংশ মেরামতির কাজও করা হবে। এই ব্রিজ দিয়ে বেহালা-তারাতলা রুটের একাধিক অটো চলে। সেই অটোর পাশাপাশি  উত্তরমুখী গাড়ি ও বাস গুলিকে বেইলি ব্রিজ ও চেতলা রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণমুখী গাড়ি গুলিকে আলিপুর-ডায়মন্ড হারবার রোড দিয়ে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। তবে যে তিনদিন ব্রিজ বন্ধ থাকবে তার মধ্যে একদিনই কাজের দিন রয়েছে। শুধু সোমবার, ২৫ জানুয়ারি গাড়ির চাপ থাকবে। বাকি দু'দিন অর্থাৎ রবিবার ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি থাকায় বিশেষ যানজট হবে না বলেই অনুমান।             


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post