লালকেল্লা থেকে কৃষকদের তাড়া খেয়ে পালিয়েছিলেন দীপ সিধু

লালকেল্লায় শিখদের ধর্মীয় পতাকা লাগানোর পর ক্ষিপ্ত কৃষকরা অভিনেতা দীপ সিধুকে তাড়া করেছিলেন। কৃষকদের আন্দোলনে সাম্প্রদায়িক রং লাগানোয় উত্তেজিত আন্দোলনকারীরা দীপকে সেখান থেকে তাড়িয়ে দেন। সোশাল মিডিয়ায় পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ট্র্যাক্টরে উঠে দীপ ফেসবুক লাইভ করছেন। একদল কৃষক তাঁকে ঘিরে মারধোর করছেন। তাঁরা বলছিলেন, কৃষকদের আন্দোলনকে আপনি নষ্ট করছেন। তারপর দীপ একটি বাইকে চেপে সেখান থেকে সরে পড়েন। 

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে বসা দীপকে লোকজন তাড়িয়ে দিচ্ছেন। কয়েকজন তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। দৌড় লাগান দীপ। তারপরই একটি মোটরবাইকে উঠে জায়গা ছেড়ে য।ন। ফেসবুকে দীপ পরে বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে লোকজনকে লালকেল্লায় নিয়ে গিয়েছিলেন। লাইভের পরই ৩ হাজারের বেশি কমেন্ট পড়েছে তাঁর পোস্টে। বেশিরভাগই চরম নিন্দা করেছেন দীপের। তাদের প্রশ্ন, কেন লালকেল্লা থেকে পালিয়ে এসেছেন তিনি। যে পতাকা তোলা হয়েছে, তার মর্যাদার জন্য তাঁর সেখানে থেকে যাওয়া উচিত ছিল।




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post