বলিউডের পয়লা নম্বর অভিনেত্রী দীপিকা পাডুকোন, সংসারটি বেশ গুছিয়েই করতে ভালোবাসেন এবং সবজি থেকে নানান বাজারটি নিজেই করেন যা কিনা কর্তা রণবীর সিংয়ের কাছে খুব চিন্তার। বাড়িতে কাজের লোক আছে কিন্তু বাবা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাডুকোনকে বাজার করতে দেখেছেন ছেলেবেলায় আর অভ্যাসটি করেছেন তখনই। সিনেমা জগতের বা যে কোনও সেলেবরা প্রকাশ্যে বাজারহাটে গিয়েছেন বলে শোনা যায় না। অবশ্য প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী নিতু সিং বাজার করতেন, শুধু করতেন না দরদস্তুর করে সবজি থেকে জামাকাপড় কেনেন।
সম্প্রতি দীপিকা দুটি ব্যাগ হাতে মুম্বইয়ের ফুড হল সান্তাক্রুজে সবজি বাজার করতে গিয়ে ধরা পরে গেলেন। যদিও কালো পোশাক এবং মুখে মাস্ক চোখে কালো চশমা ছিল তবুও দীপিকাকে ধরতে অসুবিধা হয়নি। সাথে সাথে সোশ্যাল নেটে ছবি ভাইরাল হয়ে গেল। ফুরফুরে মেজাজে বাজার সেরে গাড়িতে উঠে গেলেন দীপিকা।
Thank You for your important feedback