শুধু রাজনীতির লোকেরাই নন, শনিবার বিজেপিতে যোগ দিতে দিল্লি গিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। তিনি যে সক্রিয় রাজনীতিতে আসতে চান তা আগেই বলেছিলেন রুদ্রনীল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কলকাতায় সেলফি তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করার পর মনে করা হচ্ছিল তাঁর পদ্মশিবিরে যোগ দেওয়া সময়ের অপেক্ষা। রবিবার হাওড়ার ডুমুরজলায় যোগদান সভায় সম্ভাব্য যোগদানকারীদের তালিকাতেও ছিল তাঁর নাম। অমিত শাহ সফর বাতিল হওয়ায় তিনিও রাজীব বন্দ্যোপাধ্যায়দের বিমান ধরেছেন। অন্যদিকে, জানা গিয়েছে বিজেপিতে যোগ দিতে পারেন টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তিনি উলুবেড়িয়ার বাসিন্দা। তৃণমূল যুব কংগ্রেসের হিরণ ছিলেন সহ সভাপতি। সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Thank You for your important feedback