প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের জন্য পাঞ্জাবী অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। তার সঙ্গে আরেক গ্যাংস্টার লাখা সিধানাকেও অভিযুক্ত করা হয়েছে। তবে জানা গিয়েছে, লালকেল্লার ওই ঘটনার পর থেকে দীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে শেষ দেখা গিয়েছিল লালকেল্লায় কৃষকদের তাড়া খেয়ে বাইকে চেপে পালাতে। তারই মাঝে ভিডিওতে দীপ নিজের কাজের সাফাই দিয়ে বলেছেন, তারা জাতীয় পতাকা নামায়নি, শিখদের নিশান সাহিব উড়িয়েছিলেন।
৪১টি কৃষক সংগঠনের যৌথমঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার তরফে লালকেল্লার ওই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগের কথা অস্বীকার করেছে। ঘটনার কড়া নিন্দা করে বিবৃতিও দিয়েছে তারা। তাদের আন্দোলন ভাঙতে চক্রান্ত করেছিল কেন্দ্র। সিধু বিজেপির লোক। তাকে এবং তার ভাই মনদীপকে খালিস্তানি যোগ নিয়ে ডেকে জেরা করেছিল এনআইএ।
Post a Comment
Thank You for your important feedback