কোথায়, কবে বসবে ২০২১ আইপিএল নিলাম? জেনে নিন এক ঝলকে

পরবর্তী আইপিএল-এর নিলামের দিনক্ষণ জানিয়ে দিল বিসিসিআই। বুধবারই তাঁরা টুইট করে জানিয়ে দিয়েছে পরবর্তী আইপিএলের নিলাম হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। নিলাম অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এদিন আইপিএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘আইপিএল ২০২১-এর ক্রিকেটারদের নিলাম ১৮ ফেব্রুয়ারি। কেন্দ্র- চেন্নাই। এবছরের আইপিএল নিলামের জন্য আপনারা কতটা উত্তেজিত?’ এরপর এই টুইটটি রি-টুইট করে বিসিসিআই। 

এবার দেখে নেওয়া যাক কোন দলের হাতে কত টাকা রয়েছে পরবর্তী আইপিএলের জন্য ক্রিকেটার কেনার জন্য। চলতি আইপিএল নিলামের জন্য সবচেয়ে বেশি টাকা রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের হাতে। সূত্রের খবর, পঞ্জাবের হাতে অবশিষ্ট রয়েছে ৫৩.২০ কোটি টাকা। তারা ৪ জন ভারতীয় ও ৫ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। এরপরই রয়েছে রয়াল চ্যালেঞ্জ বেঙ্গালুরু দলের হাতে। আরসিবির হাতে রয়েছে ৩৫.৯০ কোটি টাকা। তারা দলে নিতে পারবে ৯ জন ভারতীয় ও ৪ জন বিদেশি ক্রিকেটারকে। রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ৩৪.৮৫ কোটি টাকা। আক ৫ জন ঘরোয়া ও ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে রাজস্থান। ধোনির চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে ২২.৯০ কোটি টাকা। আর তাঁরা ৬ জন ঘরোয়া ও ১ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে মাত্র ১৫.৩৫ কোটি টাকা, তাঁরা ৩ জন ঘরোয়া এবং ৪ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে। এরপর তালিকায় রয়েছে দিল্লি ক্যাপিটালস, তাঁদের হাতে রয়েছে ১৫.৩৫ কোটি টাকা। দিল্লি ৪ জন ভারতীয় এবং ২ জন বিদেশী ক্রিকেটারকে দলে নিতে পারবে। সব শেষে তালিকায় রয়েছে সানরাইজ হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। এই দুই দলের হাতে রয়েছে মাত্র ১০.৭৫ কোটি টাকা করে। এই টাকায় হায়দরাবাদ ৬ জন ঘরোয়া ও ২ জন বিদেশি ক্রিকেটার এবং কলকাতা ২ জন ঘরোয়া ও ১ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে। 




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post