অসুস্থ সদ্য পদ্মশ্রী নারায়ণ দেবনাথ

 


বয়স ৯৭ কিন্তু একসময় শরীরচর্চার জন্য আজ শরীরে রোগ বাসা বাঁধেনি নারায়ণ দেবনাথের। প্রজাতন্ত্র দিবসে সুখবর, অবশেষে পদ্ম পুরস্কারে ভূষিত হলেন তিনি, পেলেন পদ্মশ্রী। বাংলা সাহিত্যের অন্যতম সেরা কার্টুনিস্ট লেখক নারায়ণবাবু। হাঁদাভোঁদা, বাটুল দি গ্রেট, নন্টেফন্টে ইত্যাদি চরিত্র তাঁরই কীর্তি, শুধু তাই নয়, দেব সাহিত্য কুটিরের যে কোনও ম্যাগাজিনের চিত্রশিল্পীও তিনি। ২০১৩ তে রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণে' সম্মানিত হন তিনি। এ ছাড়া সাহিত্য আকাদেমি, বিশেষ রাষ্ট্রপতি পুরস্কারও পান তিনি। তিনি হাওড়ার বাসিন্দা।

পুরস্কার ঘোষণার দিনই অসুস্থ ছিলেন নারায়ণবাবু। বুকে সর্দি জমে কষ্ট পাচ্ছেন তিনি, বুধবার সকালে জ্বর হয়েছে তাঁর। ডাক্তার দেখে উপদেশ দিয়েছেন, করোনা পরীক্ষা করার জন্য, আজ তাই স্যাম্পল নিয়ে গিয়েছে একটি সংস্থা। আগামীকাল রিপোর্ট দেখে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবে তাঁর পরিবার।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post