বিচ্ছেদ বাড়ছে, বাড়ছে শিশুদের সমস্যা

আজও দেশটির নাম ভারতবর্ষ, যেখানে এখনও সামাজিক ঐতিহ্য বজায় রেখে সংসার সামলান একজন পিতা ও মাতা। ছেলেমেয়ের বড়ো হওয়াটা একটি সংসারের মধ্যে বাবামায়ের যৌথ উদ্যোগেই হয়ে থাকে। একসময়ে একান্নবর্তী পরিবার ছিল। বহু শিশু তার ঠাকুমা- দাদুর কাছে বড় হত। কিন্তু ধীরে ধীরে সংসার ছোট হয়েছে, সেই যৌথ পরিবার থাকলেও সংখ্যায় কমে এসেছে। আজকাল সেলেবদের জীবনযাত্রা, মোবাইল নেটের মাধ্যমেই ছোট ছেলেমেয়েদের মধ্যে চলে এসেছে। তার ভালো খারাপ দুয়েরই প্রভাব পড়ছে শিশুমনে।

ইউরোপ, আমেরিকা বা লাতিন আমেরিকায় যৌথ পরিবার দূরস্থান, বিয়ে ভেঙে যাচ্ছে ক্রমাগত। এই প্রবণতা এখন ভারতেও ঢুকে গিয়েছে। পেজ ত্রি খুললেই সেলেবদের বিয়ে ভাঙার গল্প আবার নতুন বিয়ের প্রতিশ্রুতি। শুধু পেজ থ্রি কেন এখন সাংসারিক অশান্তিতে আলাদা হচ্ছে স্বামী স্ত্রী। এর মারাত্মক প্রভাব পড়ছে তাদের ছোট সন্তানদের মধ্যে। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনে মনোবিদ ড. রবার্ট জেনকিনসন লিখছেন, ভারতের মতো গোঁড়া মনোভাপন্ন দেশে বিচ্ছেদের ঘটনা খুবই খারাপ, কারণ দেশটি এখনও পিতৃমাতৃতান্ত্রিক দেশ। এই বিচ্ছেদ ছোটদের মধ্যে খারাপ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাবে।        


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post