টোকিও অলিম্পিক্স হবে নির্ধারিত সময়েই

২০২০ সালে অতিমারি করোনার জেরে স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্বের সব ধরনের খেলা। ধীরে ধীরে বিশ্ব জুড়ে কোথাও দর্শকশূন্য স্টেডিয়ামে, আবার কোথাও অল্পসংখ্যক দর্শক নিয়ে ক্রিকেট, ফুটবল, ওপেন শুরু হলেও এখনও অনিশ্চয়তা টোকিও অলিম্পিক্স নিয়ে। ২০২০ সালে জাপানে অলিম্পিক্স হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জেরে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এই বছরের ২৩ জুলাই থেকে অলিম্পিক্স শুরু হওয়ার কথা রয়েছে। 

করোনাভাইরাসের প্রভাবে ২০২১ সালের টোকিও অলিম্পিক্স কি বাতিল বা পিছিয়ে যেতে পারে, তা নিয়ে খেলার মহলে জল্পনা ছড়িয়েছে। যদিও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা নির্ধারিত সময়ে অলিম্পিক্স হবে বলেই দাবি করছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ জানিয়েছেন, ‘নির্ধারিত সময়েই অলিম্পিক্স হবে, অন্য কোওন পরিকল্পনা নেই’। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও জানিয়েছে, ‘আমরা খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখেই যত দ্রুত সম্ভব অলিম্পিক্স আয়োজন করবো’।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post