কর্নাটকে ডিনামাইট বিস্ফোরণে মৃত অন্তত ৮

কর্নাটকের শিমোগায় ডিনামাইট বিস্ফোরণে কম করেও ৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, মৃত ১৫ জন। বৃহস্পতিবার রাতের ঘটনা। ডিনামাইটভর্তি একটি লরিতে ওই বিস্ফোরণ ঘটেছে। লরিতে জিলেটিন ও প্রচুর ডিনামাইট ছিল। পাথরের একটি খাদানের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। উত্তর কানাড়ার চিকমাগালুরের কাছে শিমোগার আব্বালাগেরে গ্রামে এই বিস্ফোরণে মাটি কেঁপে ওঠে। ভূমিকম্প ভেবে আতঙ্কে লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে কোনও ভূমিকম্প ধরা পড়েনি। 

তারপর জেলা প্রশাসন জানতে পারে এই বিস্ফোরণের কথা। খনির কাজের জন্যই এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। বিস্ফোরকবাহী লরিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। জায়গাটির চারিদিকে দেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনও পুরো ছবিটা পরিষ্কার নয়। স্থানীয় বিধায়কের দাবি, অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, রেলের কাজের জন্যই ওই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। কী করে বিস্ফোরণ হল, তা জানা যায়নি এখনও। শিমোগা মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নির্বাচনী কেন্দ্র। এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post