আগামী ১৮ জানুয়ারি থেকেই ই-পাসের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এর আগে ধাপে ধাপে এই নিয়ম অনেকটাই শিথিল করা হলেও ভিড় এড়াতে দিনের নিৰ্দিষ্ট সময় ব্যবহার করতে হত ই-পাস। আগামী সোমবার থেকে তারও আর প্রয়োজন পড়বে না। স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোয় যাতায়াত করা যাবে।
করোনা পরিস্থিতিতে আনলক পর্বে অতিরিক্ত ভিড় এড়াতে ই-পাসের মাধ্যমে আগে থেকে স্লট বুক করে যাতায়াতের ব্যবস্থা করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। টোকেন বন্ধ দেওয়া হয়েছিল। স্মার্ট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও ছিল কড়াকড়ি। কিন্তু এই ই-পাস ব্যবহারে নিত্যযাত্রীদের নানা সমস্যার কারণেই ধাপে ধাপে সরানো হয় এটি। প্রথম বয়স্ক ও শিশুদের জন্য ই-পাস তুলে দেওয়া হয়। পরে ছুটির দিনেও বাতিল করা এটি। তবে দিনের সকাল ৯ টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা, এই নির্দিষ্ট সময়ে পুরুষ যাত্রীরা এর আওতায় আসেন। নয়া নির্দেশিকায় বদল হল এই নিয়মে। কিন্তু এখনই টোকেন চালু করছেন না মেট্রো কর্তৃপক্ষ। ফলে কিছুটা ভোগান্তি এখনও থাকবে শহরবাসীর।
Thank You for your important feedback