স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর!

দাম্পত্য কলহের জের, আর এর থেকেই রাগের মাথায় স্ত্রীর উপর অ্যাসিড ছুঁড়ল স্বামী। বুধবার সাতসকালে ঘটনাটি ঘটেছে অশোকনগরে দৌলতপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই হাবরা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তা। পরিবারের দাবি দাবি, বছর দুয়েক আগে দিলীপ মজুমদারের সঙ্গে বিয়ে হয় সবিতা সরকারের। তাঁদের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা কারণে স্বামীর সঙ্গে অশান্তি লেগেই থাকত।

শেষপর্যন্ত পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়িতেই থাকতে শুরু করেন সবিতা। এদিন সকালেও সাইকেলে করে কাজে যাচ্ছিলেন ওই গৃহবধূ। সেইসময় রাস্তায় আচমকাই অ্যাসিড হামলা করে তাঁর স্বামী। অভিযোগ, দূর থেকে  ছুঁড়েই পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়েরা  তাঁর শরীরে অ্যাসিডের গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে হাবরা হাসপাতালে ভর্তি করেন। ওই গৃহবধূর হাত ও কোমরের কিছুটা পুড়ে গিয়েছে বলে খবর।      

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.