আজ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন সন্ধ্যায় অসম থেকেই কলকাতায় নামবেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার নেতৃত্বে ফুল বেঞ্চের সদস্যরা। যদিও এদিন দুপুরেই কলকাতায় পৌছে যাবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় কলকাতায় নেমেই মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক করবেন। সেখানে থাকবেন এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং। 

বৃহস্পতি ও শুক্রবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যেই থাকবেন। এই দুদিনে তাঁরা ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে একের পর এক বৈঠক করবেন। রাজ্য প্রশাসনের শীর্ষ আমলা থেকে শুরু করে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও কথা বলে ভোট প্রস্তুতি পর্যালোচনা করবেন তাঁরা। এরপর রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা আছে। জানা যাচ্ছে, বুধবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে ভোট প্রস্তুতির সর্বশেষ রিপোর্ট পেশ করবেন। সেখানে ভোটার তালিকা থেকে শুরু করে বুথের সংখ্যা ও পরিকাঠামো এবং কেন্দ্রীয় বাহিনী সহ সমস্ত দিক থাকবে। এই রিপোর্ট হাতে নিয়ে বৃহস্পতি ও শুক্রবার সবদিক খতিয়ে দেখবেন ফুল বেঞ্চের সদস্যরা। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post