অজিঙ্ক রাহানেকে অধিনায়ক রাখা হোক, উঠছে দাবি

মেলবোর্ন, ব্রিসবেনে অসাধারণ জয়ের পর দেশ জুড়ে রাহানের অধিনায়কত্বের প্রশংসা শুরু হয়েছে। প্রবাদপ্রতিম সুনীল গাভাসকার থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের তাবড় প্রাক্তনীরা জানাচ্ছেন, মাইক ব্রিয়ারলির পর এতো শান্ত মুডের অধিনায়ক অজিঙ্ক এবং ক্রমাগত স্ট্রাটেজি বদলাবার ওস্তাদ তিনি। শুধু তাই নয়, তিনি যে অধিনায়ক তা ফিল্ডিং সাজানো আর বোলার পরিবর্তন করা ছাড়া বোঝাই যায়নি। ক্রমাগত বোলারকে উপদেশ দেওয়াটাও তাঁর নীতি নয়। অর্থাৎ পরোক্ষে প্রাক্তনীরা রাহানেকেই আবার অধিনায়ক হিসাবে চাইছেন কিন্তু তা কি হতে পারে?

টীম ম্যানেজমেন্ট কিন্তু জানাচ্ছেন, না, কোহলিই ফিরে আসবেন। যুক্তি নেই, এক সময়ে সৌরভ অসুস্থ থাকায় রাহুল অধিনায়ক হন তারপর তো সৌরভ দল থেকেই বাদ পড়েন। ফিরে এসে আর কোনওদিনও অধিনায়ক হননি। তাহলে কোহলি কেন সুবিধা পাবেন? তিনি পিতা হবেন বলে ৩৬ রানের ভারতীয় দলকে ফেলে দেশে ফিরে এসেছিলেন। বাবা হওয়ার ছবি পোস্ট করা ছাড়া আর কী করেছেন তিনি, প্রশ্ন উঠেছে নেট দুনিয়াতে। পাশাপাশি মহম্মদ সিরাজের পিতার মৃত্যুর পর যে পরাক্রম তিনি মাঠে দেখালেন তা তো অভূতপূর্ব। লিটল চ্যাম্পিয়ন সচিন তেন্ডুলকার ভূয়সী প্রশংসা করেছেন টিম রাহানেকে। কিন্তু তবুও রাহানেকেই অপেক্ষা করতে হবে এটা ব্রিসবেন যুদ্ধের থেকেও নির্মম।    


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post