বাংলার ভোটে আইনশৃঙ্খলায় সর্বাধিক গুরুত্ব দিচ্ছে কমিশনের ফুল বেঞ্চ

বুধ সন্ধ্যায় কলকাতায় এসেছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাতেই তাঁরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাবের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার সকালেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বশেষ রিপোর্ট নিতে এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংকে তলব করে। সকাল সাড়ে নটা নাগাদ জ্ঞানবন্ত সিং মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে চলে আসেন। সূত্রের খবর, বিধানসভা ভোটে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে আইনশৃঙ্খলা এবং শান্তিপূর্ণ ভোটের ওপর। তাই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কোনও রকম আপস করতে রাজি নয় কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার নিজেই খুটিনাটি বিষয়ের ওপর নজর রাখছেন। 

উল্লেখ্য, ফুল বেঞ্চ রাজ্যে আসার আগেই দুদফায় রাজ্য সফর সেরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি দফায় দফায় রাজ্যের পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে পূর্ণাঙ্গ রিপোর্ট দিল্লিতে জমা দিয়েছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংয়ের থেকে রাজ্যের রাজনৈতিক হিংসার খতিয়ান এবং দাগী দুষ্কৃতীদের গ্রেফতারি, পরোয়ানা জারি সহ উত্তেজনা প্রবণ বুথের তালিকা জানতে চান। এছাড়া আজ ও আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক এবং এডিজির (আইনশৃঙ্খলা) রিপোর্টের ওপর ভিত্তি করে প্রশাসনের শীর্ষ আমলা, জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও বৃহস্পতিবার সময় দেওয়া হয়েছে। আলাদা আলাদা করে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের অভাব অভিযোগ শুনবেন তাঁরা।  এরপরই দিল্লি ফিরে গিয়ে ভোটের নির্ঘন্ট নিয়ে আলোচনার পর দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post