ইতিহাস শেয়ারবাজারে, সেনসেক্স ছাড়াল ৫০ হাজার

শেয়ার বাজারে ইতিহাস। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এই প্রথম পেরিয়ে গিয়েছে ৫০ হাজারের অঙ্ক। সেনসেক্স ২৬৬.৯৬ পয়েন্ট বেড়ে বৃহস্পতিবার দিনের শুরুতেই ৫০ হাজারের উপরে চলে যায়। নিফটি-ও ৭৯.১০ পয়েন্ট বেড়ে ১৪,৭২৩ পয়েন্টে পৌঁছে যায়।। করোনা আর লকডাউনের ধাক্কা কাটিয়েও শেয়ার বাজারের এই চাঙা হওয়ায় খুশি লগ্নিকারীরা। মনে করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার পরই এই উত্থান। মার্কিন শেয়ারবাজারও এখন চাঙা। নতুন সরকারের কাছে প্রত্যাশাই বিনিয়োগকারীদের মধ্যে আশা জাগিয়েছে। মার্কিন ব্রোকারেজ কোম্পানি বোফা সিকিউরিটিজ জানাচ্ছে, গত এপ্রিলে ভারতীয় শেয়ারবাজারে তেজিভাব থাকার পর এবছর খুব বেশি অঙ্ক বাড়বে না। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post