বিশ্বের ধনী তালিকার শীর্ষে টেসলা প্রধান এলোন মাস্ক

অ্যামাজন প্রধান জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টেসলা ও স্পেসএক্স’র প্রধান এলোন মাস্ক। বর্তমানে তাঁর মোট সম্পত্তির মূল্য প্রায় ১৮৫ বিলিয়ন, যা জেফ বোজোসের চেয়ে প্রায় ১.৫ বিলিয়ন বেশি। ২০১৭ সাল থেকে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন জেফ বেজোস। তাঁর বর্তমান সম্পদের পরিমাণ ১৮৪ বিলিয়ন। তবে বিশ্বে টেসলার ইলেক্ট্রিক গাড়ির বিপুল চাহিদাই মাস্কের এই সম্পদ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  আর এই কারণেই সম্পত্তির মূল্যের নিরিখে জেফ বেজোস, বিল গেটস, মার্ক জুকেরবার্গের মত ধনীদের পিছনে ফেলে দিয়েছেন ৪৯ বছর বয়সী এলোন মাস্ক।

২০২০ সালে বিশ্বে অর্থনৈতিক মন্দা হলেও কোটিপতিদের বিশেষত প্রযুক্তিবিদদের ব্যক্তিগত সম্পদ বেশ অনেকটাই বেড়েছে। গত বছরের শুরুতে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২৭ বিলিয়ন। মাত্র এক বছরে মাস্কের সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় ১৫০ বিলিয়ন। যা অর্থনৈতিক উন্নতির ইতিহাসে নজিরবিহীন।    


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post